ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ম্যালেরিয়ায় আক্রান্ত জগদীপ ধনখড় হাসপাতালে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ২৬ অক্টোবর ২০২১

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। তাকে দিল্লি এইমসে ভর্তি করানো হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। 

সূত্র উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই। তবে রাজ্যপালের দফতরের পক্ষে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।      

রবিবার রাজ্যপালের ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পায়। 

সূত্রের খবর, গত শুক্রবার থেকে তিনি অসুস্থ। দিল্লিতে বঙ্গভবনে তার চিকিৎসা চলছিল। পরীক্ষায় ম্যালেরিয়া ধরা পড়ে। প্রচণ্ড জ্বর না কমায় এইমসে ভর্তি করা হয়েছে জগদীপ ধনখড়কে। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন চিকিৎসক নীরজ নিশ্চল। তবে রাজ্যভবনের পক্ষে এব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। 

উৎসবে ছুটি কাটাতে উত্তরবঙ্গে গিয়েছিলেন জগদীপ ধনখড়। তখনও তিনি অসুস্থ ছিলেন। পরীক্ষায় ম্যালেরিয়া ধরা পড়লেও বঙ্গভবনেই চিকিৎসা চলছিল তার। পরে জ্বর না কমায় এইমসে স্থানান্তর করা হয়। 
সূত্র : জি২৪
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি