ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অটোচালকের সঙ্গে পালালেন কোটিপতির স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ২৬ অক্টোবর ২০২১

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কোটিপতি ব্যবসায়ীর স্ত্রী পালিয়েছেন এক অটোচালকের হাত ধরে। সাথে নিয়ে গেছেন ৪৭ লাখ টাকা। পরে চালকের বন্ধুর বাড়ি থেকে ৩৩ লাখ টাকা উদ্ধার করা হলেও ওই প্রেমিক জুটিকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ইনদওরের খাজরানায়। বাড়ি থেকে টাকা হাতিয়ে অটোচালকের সঙ্গে পালানোর অভিযোগটি করেন ওই মহিলার ব্যবসায়ী স্বামীর। ইনদওরে তার কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তির স্ত্রী। ১৩ অক্টোবর রাতে স্ত্রী বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। 

সেই অভিযোগে তিনি জানান, তার স্ত্রী ফেরেনি এবং বাড়ি থেকে ৪৭ লাখ টাকা নিয়ে গেছেন। তার অভিযোগ, এক অটোচালকের সঙ্গে পালিয়েছে তার স্ত্রী।

ওই অটোচালকের নাম ইমরান। ওই মহিলার থেকে প্রায় ১৩ বছরের ছোট তিনি। ইমরান ওই মহিলাকে প্রায়শই বাড়িতে নামিয়ে দিয়ে যেতেন।

ব্যবসায়ীর অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। তারপর ইমরানের এক বন্ধুর বাড়ি থেকে ৩৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যদিও ইমরান এবং ওই মহিলার খোঁজ এখনও পায়নি পুলিশ। 

তাদের খোঁজে উজ্জয়িনী, জাভরা, খান্ডয়া, রতলমেও তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোবাইলের লোকেশন দেখে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা।

সূত্র: আনন্দবাজার

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি