ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের শপিং মলে গুলিতে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ২৬ অক্টোবর ২০২১ | আপডেট: ২০:৪৬, ২৬ অক্টোবর ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্রে অতর্কিত গুলি ও বন্দুক সহিংসতা অব্যাহত রয়েছে। দেশটির আইডাহো অঙ্গরা্জ্যের একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্থানীয় সময় গতকাল সোমবার আইডাহো অঙ্গরাজ্যের বইজি টাউন স্কয়ার মলে হামলা চালায় এক বন্দুকধারী।

শহরটির পুলিশ প্রধান রায়ান লি সাংবাদিকদের বলেন, ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর এক ব্যক্তির সঙ্গে গোলাগুলি হয়। সে সময় গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মকর্তা। হামলাকারীও আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় আটক রাখা হয়েছে। 

বইজি পুলিশ প্রধান লি আরও জানান, এ হামলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের জন্য আর কোনো হুমকি কিংবা বিপদ হওয়ার আশঙ্কা নেই।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, দুই তলাবিশিষ্ট বইজি টাউন স্কয়ার মলে ১৫০টির বেশি দোকান ও রেস্তোরাঁ রয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি