ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ইরাকি আইএস জঙ্গিদের হামলায় নিহত ১১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ২৭ অক্টোবর ২০২১

ইসলামিক স্টেট জঙ্গিরা মঙ্গলবার ইরাকের পূর্বে দিয়ালা প্রদেশের একটি গ্রামে হামলায় একজন মহিলাসহ ১১ জনকে হত্যা করেছে।

দেশটির যৌথ অপারেশন কমান্ড এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

এতে আরো যোগ করা হয়েছে যে, মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামে ‘নিররক্ষাহীন বেসামরিক লোকদের’ লক্ষ্য করে হামলায় অন্যরা আহত হয়েছেন।

নিরাপত্তা ও চিকিৎসা সূত্র মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছে যে, অজ্ঞাত বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা তাদের হামলায় বেশ কয়েকটি গাড়ি এবং আধা স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করেছে।
সূত্র : রয়র্টাস
আরএমএ/ এসএ/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি