ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জেনেটিক ডেটা সংগ্রহ নিয়ে চীনকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ২৭ অক্টোবর ২০২১ | আপডেট: ২০:২৮, ২৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

চীন বিশ্বপ্যাপী জেনেটিক ডেটা সংগ্রহ করে বিশ্বের বৃহত্তম ডেটাবেস তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টার। নিউ ইয়র্ক টাইমসের বরাতে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দ্য হংকং পোস্ট।

প্রতিবেদনে জানানো হয়েছে, সংবাদপত্রটি জানিয়েছে, চীনের এ ধরনের প্রচেষ্টা রুখে দিতে বিশ্বব্যাপী জৈব অর্থনীতি সম্পর্কিত সমস্ত প্রযুক্তির নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম কম্পিউটিং এবং সেমিকন্ডাক্টর রয়েছে।

কাউন্টার ইন্টেলিজেন্স সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক মাইকেল অরল্যান্ডো জানিয়েছেন, ‘চীন এবং অন্যান্য কতিপয় দেশ এই প্রযুক্তিগুলোতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র এই প্রযুক্তিতে কীভাবে কারিগরী উৎকর্ষতা অর্জন করেছে, তা জনাতে বৈধ-অবৈধ সব উপয়েই তারা তৎপরাতা চালিয়ে যাচ্ছে।’

এ বিষয়ে কাউন্টার ইন্টেলিজেন্সের একজন অফিসার এডওয়ার্ড ইউ বলেছেন, ‘এই প্রযুক্তিতে সক্ষমতা অর্জনে চীন উঠে পড়ে লেগেছে। এ ছাড়া অবৈধ উপায়ে তারা বিশ্বজুড়ে চিকিৎসা এবং স্বাস্থ্য ডেটাসহ বিভিন্ন উপায়ে জেনেটিক ডেটাও সংগ্রহ করছে।’

এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’ ২০১৯ সালে এক প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে উল্লেখ করা হয়েছে যে, জিনজিংয়ায়ে উইঘুর মুসলিমদের জেনেটিক ডেটা সংগ্রহ করেছে চীন। তার মানে ইতিমধ্যেই চীনের বিরুদ্ধে জেনেটিক ডেটার ‘অপব্যবহারের’ অভিযোগ রয়েছে।

এডওয়ার্ড ইউ নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ‘তারা (চীন) বিশ্বের বৃহত্তম বায়ো ডাটাবেস তৈরি করছে। একবার তারা আপনার জেনেটিক ডেটাতে অ্যাক্সেস পেয়ে গেলে, আপনি পিন পরিবর্তন করলেও তা আর আপনার তথ্য চুরি যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবে না।’

এদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং কাউন্টার ইন্টেলিজেন্স সেন্টারের বরাতে একাধিক পশ্চিমা সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি এবং বিশ্ববিদ্যালয়গুলিকে একাধিক সতর্ক করা হয়েছে যে, চীন তাদের প্রযুক্তি চুরির প্রচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতি ডেটা সিকিউরিটি নিশ্চিতে তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের সুপারিশ করেছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি