ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীনে আঘাত হানতে সক্ষম ভারতের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ২৮ অক্টোবর ২০২১ | আপডেট: ০৮:৪৩, ২৮ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

পাঁচ হাজার কিলোমিটার পাল্লা দিতে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এটি চীনের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে দেশটি।  

বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ভারতের ওড়িষ্যা উপকূলের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

অগ্নি-৫ নামের সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। 

যে কারণে এটি স্পষ্ট যে, এই ক্ষেপণাস্ত্রটি চীনের মূল ভূখণ্ডতেও আঘাত হানতে পারবে। 

ভারতের এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাকে চীনের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে শুধু চীনই নয় এটি এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ ও আফ্রিকার কিছু অংশেও পৌঁছাতে সক্ষম বলে জানিয়েছে ভারত। 

ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় ৫০ টন এবং এটি আরও ১০৫ টন ওজন বহন করতে পারবে। 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স, ইসরায়েল এবং উত্তর কোরিয়ার পরে ভারত অষ্টম দেশ যার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে।

সূত্র: জি নিউজ

এসবি/ 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি