দুর্ভিক্ষপীড়িত মাদাগাস্কারে দ্রুত সাহায্যের আহ্বান অ্যামনেস্টির
প্রকাশিত : ১২:৪৭, ২৮ অক্টোবর ২০২১ | আপডেট: ১২:৪৯, ২৮ অক্টোবর ২০২১
মাদাগাস্কারের খরাপীড়িত দক্ষিণাঞ্চলের জন্য সাহায্য প্রচেষ্টা জোরদার করতে দেশটির সরকার ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বুধবার এই মানবাধিকার সংস্থা জানায়, মাদাগাস্কারের খরা কবলিত দক্ষিণাঞ্চলের ১০ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে এবং ইতোমধ্যে অনেক লোক প্রাণ হারিয়েছে।
গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আগে অ্যামনেস্টির প্রকাশ করা এক প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলে মাসের পর মাস ধরে খরা পরিস্থিতি চলছে।
আর এ পরিস্থিতি বিগত চার দশকের মধ্যে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির ফলে অ্যামনেস্টি, মানবিক সাহায্য প্রদানে এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে মাদাগাস্কারকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে বিশ্বের ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
সূত্র: বাসস
এসবি/
আরও পড়ুন