ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরিবারের ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২৮ অক্টোবর ২০২১ | আপডেট: ১৪:২১, ২৮ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ক্ষুধার জ্বালা বড় জ্বালা, এই চরম সত্যের কাছেই যেন হার মানল মা-বাবার ভালোবাসা। সম্প্রতি পরিবারের সব সদস্যর ক্ষুধা মেটাতে কনিষ্ঠ কন্যাকে মাত্র ৫০০ ডলারের বিনিময়ে বিক্রি করে দিলেন আফগানিস্তানের হেরাতের এক দম্পতি।  

আফগানিস্তানের খরাপ্রবণ এলাকা হেরাতে অভাব নতুন নয়। কিন্তু তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। 

চারিদিকে খাবারের জন্য হাহাকার, নেই কাজের সুযোগও। যা টাকা-পয়সা আছে, খরচ করতে হচ্ছে খুব হিসাব করে। কারণ সারাদেশেই দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। 

এক কথায় দিশেহারা দেশটির নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। 

এই পরিস্থিতিতে বিকল্প খুঁজে না পেয়ে বাড়ির সবচেয়ে কনিষ্ঠ সদস্যকেই যেন বলি দিলেন হেরাতের এই দম্পতি। 

মাত্র ৫০০ ডলারে বেচে দিলেন বুকের মানিককে। সান্ত্বনা এটুকুই, সদ্যোজাত শিশুটি এখনও নিজেদের কাছেই রাখতে পেরেছেন তারা। 

হাঁটা-চলা শেখার পরে নির্ধারিত মালিকের তত্ত্বাবধানে যেতে হবে তাকে। এমন শর্তেই পুরো টাকার অর্ধেকটা পেয়েছেন শিশুটির মা-বাবা। বাকি অর্ধেক মিলবে সন্তান হস্তান্তরের পর। 

শিশুটির বাবা বলেন, "কী করলাম জানি না। শুধু এটুকু জানি, এই অর্থ দিয়ে কয়েক মাস তো বাঁচাতে পারব (অন্য) বাচ্চাগুলোকে!" 

সম্প্রতি হেরাতের হাসপাতালগুলোতে অপুষ্টিতে ভোগা কঙ্কালসার সদ্যোজাত শিশুর সংখ্যা বেড়েছে। এর ফলে সন্তান বিক্রির মতো ঘটনাও বাড়ছে।  

তালেবান কাবুল দখলের পর এখনও স্থায়ী সরকার গঠন করতে পারেনি।বেশির ভাগ আন্তর্জাতিক সাহায্যও বন্ধ রয়েছে। এমন  পরিস্থিতিতে দেশটিতে তীব্র আকার ধারণ করেছে খাদ্যাভাব। 

দ্রুত দেশটিতে সাহায্য না পৌঁছালে লাখ-লাখ মানুষের প্রাণহানির আশংকাও করছে আন্তর্জাতিক মহল।

সূত্র: বিবিসি, এই সময়

এমএম/এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি