ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নাম বদলে ফেসবুক এখন ‘মেটা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৮, ২৯ অক্টোবর ২০২১ | আপডেট: ০৭:৫০, ২৯ অক্টোবর ২০২১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের করপোরেট নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। কিন্তু নতুন নাম কী হতে পারে এ নিয়ে স্পষ্ট তথ্য ছিলনা ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গের পক্ষ থেকে। এবারে নতুন নামটিই প্রকাশ করলেন তিনি। বললেন ফেসবুক এখন ‘মেটা’ নামে পরিচিত হবে। আর এই মেটার অধীনেই থাকবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। 

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। 

তিনি বলেন, ‘আমি আমাদের নতুন অধ্যায়ের পরিচিতি নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি। আমরা এখন এই প্রতিষ্ঠানকে বিশাল ভার্চুয়াল প্রতিষ্ঠান হিসেবে দেখছি।’

জাকারবার্গ ২০০৪ সালে ‘ফেসবুক ইনকরপোরেশন’ প্রতিষ্ঠা করেন। যার অধীনে চলছিল ফেসবুক। এর পর ২০১২ সালে ছবি ও ভিডিও শেয়ার করার অ্যাপ ইনস্টাগ্রাম কিনে নেয় ফেসবুক।

আর ২০১৪ সালে ভয়েস, বার্তা ও ছবি আদান–প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপও কিনে নেয় জাকারবার্গের প্রতিষ্ঠানটি। 

এর পর থেকে ‘ফেসবুক ইনকরপোরেশন’ এর অধীনে চলছিল তিনটি অ্যাপই। 

এবারে এই ‘ফেসবুক ইনকরপোরেশন’ এর নামটি পাল্টে হচ্ছে ‘মেটা ইনকরপোরেশন’।

তবে এর অধীনে থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের নামে পরিবর্তন আসছে না। 

সম্প্রতি ব্যবহারকারীদের নিরাপত্তায় ঘাটতিসহ নানা বিষয়ে সমালোচনার শিকার হয়েছে ফেসবুক। বিশেষত সাবেক কয়েকজন কর্মীর মাধ্যমে অভ্যন্তরীণ নানা তথ্য ফাঁস হওয়ায় প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়ে। 

এর পরিপ্রেক্ষিতে নতুন করে ব্র্যান্ডিংয়ের জন্য নাম পরিবর্তনের কথা জানিয়েছে ফেসবুক।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি