ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কঙ্গোতে সেনা অভিযানে ২৭ বিদ্রোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ২৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দুই দিনের লড়াইয়ে ২৭ বিদ্রোহী নিহত হয়েছে। ওই এলাকায় অভিযান চলাকালে সেনাবাহিনীর চার সৈন্য প্রাণ হারিয়েছেন। খবর এএফপি’র।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে কঙ্গো সেনাবাহিনী।

কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অব কঙ্গোর (কোডেকো) বিদ্রোহীরা পার্শ্ববর্তী চারটি এলাকার ২০টিরও বেশি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সেনা অবস্থানে হামলা চালায়। এর পর ইতুরি প্রদেশের দিজুগু অঞ্চলের দুটি গ্রামে মঙ্গল ও বৃহস্পতিবার হামলা চালাতে এলে সেনাবাহিনীর সঙ্গে লড়াই হয়।

এক বিবৃতিতে কঙ্গোর সেনা মুখপাত্র লে. জুলেস এনগঙ্গো বলেন, সামরিক বাহিনীর সদস্যরা সেখানে বিদ্রোহীদের ২৭টি লাশ খুঁজে পেয়েছে এবং তারা একে-৪৭ ধাচের তিনটি অস্ত্র উদ্ধার করেছে। এ অভিযানে আমরা চার সৈন্যকে হারিয়েছি।’

তিনি বলেন, সেখানে আমাদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

ওই এলাকার সেনা মুখপাত্র ক্যাপ্টেন অ্যান্টোনি মুয়ালুশায়ি জানান, পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে বৃহস্পতিবার সেনা অভিযানে অ্যালিয়েড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) তিন বিদ্রোহী নিহত হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি