ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘আমি বাংলার মেয়ে, ভারতেরও মেয়ে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ৩০ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

‘আমি বাংলার মেয়ে, গোয়ারও মেয়ে। সারা ভারতের মেয়ে।’ গোয়ায় এসে বিজেপির বহিরাগত তত্ত্ব নিয়ে এ ভাষাতেই জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন পানাজিতে তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠকে দলনেত্রী বলেন, ‘‌বাংলার মতো গোয়াও আমার মাতৃভূমি। আমি বাংলার মেয়ে, ভারতেরও মেয়ে।’‌ 

এরপর এদিন বিশিষ্টজনদের সঙ্গে সভায় এই একই বার্তাই দেন তৃণমূল নেত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, ‘‌আমি বহিরাগত নই। আমি যেমন বাংলার মেয়ে, তেমনই গোয়ারও মেয়ে। গোয়াও আমার কাছে মাতৃভূমি।’‌ 

একইসঙ্গে তৃণমূল নেত্রী এদিন স্পষ্ট জানিয়ে দেন, ‘‌আমি ভারতের যে কোনও জায়গায় যেতে পারি। কিন্তু উত্তরপ্রদেশ, অসমে যেতে পারছি না। এখানে আসার আগে আমার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। ত্রিপুরায় আমাদের দলের কর্মীদের মারধর করা হচ্ছে।’‌ 

বিজেপিকে নিশানা করেই এদিন তৃণমূল নেত্রী রীতিমতো অভিযোগের সুরে বলেন, ‘‌বিজেপি বিভেদের রাজনীতি করে যাচ্ছে। মানুষের মনে বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু আমরা বিভেদের রাজনীতি করি না।’‌

উল্লেখ্য, বাংলার বাইরে নিজেদের সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে উঠেপড়ে লেগেছে তৃণমূল। গোয়ায় পরের বছরই বিধানসভা ভোট। সেই ভোটকে সামনে রেখে এখন থেকেই যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল শিবির। ইতিমধ্যে গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন তৃণমূল নেত্রীর উপস্থিতিতেই ঘাসফুল শিবিরে যোগ দেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও অভিনেত্রী নাফিসা আলি। এদিন পানাজির বিখ্যাত মাণ্ডভি মাছ বাজারে গিয়ে স্থানীয় মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। তাঁদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। 

মধ্যাহ্নভোজনের পরে প্রথমে গোয়ার বিখ্যাত মাঙ্গুয়েশি মন্দিরে যান। সেখান থেকে মহালসা নারায়ণী মন্দির ঘুরে তপোভূমি মন্দিরে পুজো দেন নেত্রী। পরে সন্ধ্যায় লিয়েন্ডার পেজকে নিয়ে নাগরিক সমাজের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকেও বাংলার আদলে গোয়ায় তৃণমূলের সরকার গঠন হলে ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করা হবে বলে আশ্বাস দেন তৃণমূল নেত্রী।

এদিন বিজেপির পাশাপাশি কংগ্রসকেও নিশানা করেন তৃণমূল নেত্রী। তিনি জানান, ‘‌অনেকে বলছেন, ‘আপনি কেন এখানে আসছেন, কংগ্রেসকে লড়তে দিন। ওরা ৭০ বছর ধরে লড়ে কী করেছে? নিজের দলের বিধায়কদের নিয়ন্ত্রণ করতে পারে না। সঠিক সময় সিদ্ধান্ত নিয়ে সরকার গড়তে পারে না। তৃণমূল কংগ্রেস নিজেদের রক্ত দিয়ে লড়াই করবে। কিন্তু বিজেপির সঙ্গে আপস করবে না।’
সূত্র : হিন্দুস্তান টাইমস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি