ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সুদানে গণ সমাবেশ করবে অভ্যুত্থান বিরোধীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ৩০ অক্টোবর ২০২১

সুদানের সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা জান্তা বাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে শনিবার গণ সমাবেশ করার পরিকল্পনা করছে। এ অভ্যুত্থানের কারণে দেশটির বেসামরিক শাসনের ক্ষেত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত হয় এবং ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। খবর এএফপি’র।

এদিকে সামরিক বাহিনী সুদানের ক্ষমতা গ্রহণ করায় আন্তর্জাতিক অঙ্গণে নিন্দার ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ধৈর্য্য প্রদর্শনের জন্য দেশটির সামরিক বাহিনীর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।

জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সোমবারের সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন।

তিনি সুদানের বেসামরিক নেতৃত্বাধীন সরকার ভেঙ্গে দিয়ে শীর্ষ স্থানীয় বেসামিরক কর্মকর্তাদের আটক করার নির্দেশ দেন এবং দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে কমপক্ষে আট বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৭০ জন আহত হয়েছেন। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস, সরাসরি গুলি ও রাবার বুলেট ছুড়লে এসব বিক্ষোভকারী হতাহত হন।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা গণতন্ত্রপন্থী অনেক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে।

এদিকে শনিবারের গণ সমাবেশের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ অভ্যুত্থানে ২০ থেকে ৩০ জন প্রাণ হারিয়েছেন বলে জানান। আর এ সমাবেশ হবে সুদানের সামরিক বাহিনীর জন্য একটি ‘কঠিন পরীক্ষা।’

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশের ব্যাপারে নাগরিকদের অধিকারের প্রতি পুরোপুরি সম্মান জানাতে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে যেকোন ধরনের সহিংসতা চালানো থেকে বিরত থাকতে নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি