ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পাক সেনাপ্রধানের ইস্তফা চাওয়ায় কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ৩০ অক্টোবর ২০২১

সেনাপ্রধান বাজওয়া।

সেনাপ্রধান বাজওয়া।

পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার ইস্তফার দাবি তোলার ‘অপরাধে’ জেল হল সে দেশের এক সাবেক সেনা কর্মকর্তার ছেলের।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাকিস্তানের সেনা আদালত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাফর মেহদি আসকারির ছেলে হাসান আসকারিকে পাঁচ বছর কারাদণ্ডের সাজা দিয়েছে। 

পাকিস্তানের একটি সংবাদপত্রের দাবি, গত জুলাইয়ে হাসানের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল পাক সেনা আদালত। ইসলামাবাদ হাই কোর্টের নির্দেশে গোটা শুনানিপর্বের ভিডিও তোলা হয়েছিল।

গত সেপ্টেম্বরে জেনারেল বাজওয়ার কার্যকালের সময়সীমা বাড়ানোর বিরোধিতা করে তার ইস্তফা চেয়েছিলেন পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার হাসান। তার পরেই তাকে রাষ্ট্রীয় সুরক্ষা আইনে গ্রেফতার করা হয়।

আত্মপক্ষ সমর্থমনের জন্য সেনা বাহিনীরই এক আইনি কর্মকর্তাকে কৌঁসুলি হিসেবে পেয়েছিলেন হাসান। পঞ্জাবের শাহিওয়াল জেলে শুনানির পর অভিযুক্তকে ‘অপরাধী’ ঘোষণা করা হয়েছে। 

মেজর জেনারেল মেহদির অভিযোগ, সাজা ঘোষণার পরে রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়েছেন তিনি। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি