ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ৩০ অক্টোবর ২০২১ | আপডেট: ২০:৩০, ৩০ অক্টোবর ২০২১

সিরিয়ার ওপর ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার ওপর ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার ওপর ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার সকালে এ হামলা চালালে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করে বলে জানা গেছে।

ফিলিস্তিনি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। দামেস্কের কয়েকটি পয়েন্ট লক্ষ্য করে স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ হামলা হয়েছে।

কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ফিলিস্তিন ভূখণ্ড থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে সিরিয়ায় সামরিক বাহিনীও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়।

সানা বলছে, ইসরাইলের এ হামলায় সিরিয়ার দুই সেনা আহত এবং কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছিল- রাজধানীর আশপাশ থেকে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর কয়েক দিন আগে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আল-বাত শহরের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। গত সোমবারের ওই হামলায় হিজবুল্লাহর ব্যবহার করা দুটি পর্যবেক্ষণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি