ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ইয়েমেনের এডেনে বিস্ফোরণ, নিহত অন্তত ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ৩১ অক্টোবর ২০২১

ইয়েমেনের এডেন বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। 

শনিবার বিমানবন্দরের বাইরের গেইটে ছোট একটি ট্রাকে এ বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। 

বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন গুরুতর আহত হন। বিস্ফোরণে কারণ এখনও জানা যায়নি।  

কোনও বিদ্রোহী গোষ্ঠী এ ঘটনা ঘটিয়েছে কিনা তাও নিশ্চিত নয়। কারণ এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ।  

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের বাইরের গেইটে ছোট একটি ট্রাকে এই বিস্ফোরণ ঘটেছে। ট্রাকটিতে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। 

আরব উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে সহযোগিতা দিচ্ছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো। 

এছাড়া ইয়েমেনের ওপর স্থল, জল ও আকাশ পথে অবরোধ আরোপ করে রাখা হয়েছে। ইয়েমেন সরকারের প্রধান কেন্দ্র এডেন। সাম্প্রতিক সময়ে শহরটিতে সৌদি সমর্থিত সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বেড়েছে। 

সূত্র: গার্ডিয়ান

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি