ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

হোয়াইট হাউসের মুখপাত্র সাকি করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১ নভেম্বর ২০২১

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে রবিবার তিনি কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর জানান। সবশেষ গত মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা হয়েছিল তার।

৪২ বছর বয়সি সাকি করোনার টিকার ডোজ সর্ম্পূণ করেছিলেন। আক্রান্ত হওয়ার পর তিনি মৃদু লক্ষণগুলো অনুভব করছেন। তিনি জানান, প্রেসিডেন্টের থেকে ৬ ফুটেরও বেশি (১.৮ মিটার) দূরে বসেছিলেন।

যদিও শনিবার বাইডেনের কোভিড-১৯ এর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

সাকি বলেন, “আমি স্বচ্ছতার জন্য পজেটিভ পরীক্ষার ফলটি প্রকাশ করেছি।”

হোয়াইট হাউসের প্রধান মুখপাত্র সাকি, বাইডেন প্রশাসনের সবচেয়ে উচ্চ-প্রোফাইল ব্যক্তি। যিনি জানুয়ারীতে দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রথম কোভিড-১৯ সংক্রামিত হলেন।

এর আগে সাকি চলতি সপ্তাহে রোম এবং গ্লাসগো সফরে বাইডেনের সঙ্গে যোগদান না করার সিদ্ধান্ত নেন। কারণ তার পরিবারের একজন সদস্য কোভিড আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকেই তিনি সদস্যদের থেকে আলাদা হয়ে যান। তিনি গত বুধবার থেকে কোয়ারেন্টাইনে ছিলেন। তবে রবিবার পজিটিভ ফল আসার আগে বারবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছিলো।

তিনি বলেন, “দ্রুত কোভিড-১৯ থেকে ভালো হবার পরে ১০ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষে কাজে ফিরে যাবেন।”
সূত্র : রয়র্টাস
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি