ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে গুলিতে নিহত অন্তত ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ২ নভেম্বর ২০২১

হ্যালোইন উৎসব চলাকালে যুক্তরাষ্ট্রে ব্যাপক গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ।

সিএনএন জানাচ্ছে, স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে হ্যালোইন পার্টিতে গুলিবর্ষণ করা হয়। ওই গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হয়। এছাড়া অন্তত ১২ জন আহত হয়েছেন।

বড়দিনের পরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় উৎসব হ্যালোইন। এই উৎসবের মধ্যে দেশটির ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাসসহ সাতটি রাজ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। 

সবচেয়ে বেশি হতাহত হয়েছে ইলিনয় রাজ্যে। টহলরত এক শেরিফ সার্জেন্ট জানান, গোলাগুলির ঘটনায় অন্তত শতাধিক লোককে রাস্তায় দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন তিনি। 

এছাড়া কলোরাডোতে গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। টেক্সাসের হাউস্টনে গুলিতে নিহত হয়েছেন এক তরুণী। ক্যালিফোর্নিয়ার সেকরেমনতো এলাকায় গুলিতে ২ জন নিহত হয়েছেন।

সামাজিক ও অর্থনৈতিক খাতে মহামারির প্রভাবের কারণে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা বাড়ছে বলে মনে করছে দেশটির পুলিশ প্রশাসন। 

এই বছর এখন পর্যন্ত ৫৯৯টি গোলাগুলির ঘটনা ঘটেছে দেশটিতে। ২০২০ সালে ৬১১ এবং ২০১৯ সালে ৪১৯টি ঘটনা ঘটেছিল।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি