ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪

সিরিয়া আবারো রাসায়ণিক হামলা করতে পারে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ২৭ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩৩, ২৭ জুন ২০১৭

সিরিয়া আবারো রাসায়ণিক হামলা করতে পারে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। নতুন কোনো হামলা হলে আসাদ সরকার ও সিরিয় বাহিনীকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউজ।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়া রাসায়ণিক হামলার প্রস্তুতি নিচ্ছে। তারা বলছে, এর পরিনাম হবে ব্যাপক গণহত্যা। বিবৃতিতে বলা হয়, আসাদ সরকার যদি আরেকবার রাসায়ণিক অস্ত্র ব্যবহার করে গণহত্যা চালায় তবে এজন্য তাদের চড়া মূল্য দিতে হবে। সিরিয়ার ইদলিব প্রদেশে গেলো ৪ এপ্রিল রাসায়নিক হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়। ওই হামলার জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সিরিয়াকে দায়ী করে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি