ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়ায় আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ৩ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সিরিয়ার রাজধানী দামেস্কে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার  এ তথ্য নিশ্চিত করেছে। এতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে। 

তবে ওই হামলার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

গেল শনিবারও সিরিয়ার রাজধানীতে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল।

আর ১৪ অক্টোবর সিরিয়ার কেন্দ্রে ইরানি ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে সিরীয় সরকারের ৯ যোদ্ধার মৃত্যুও হয়। 

ওই হামলার কয়েকদিন আগেই সিরিয়া অভিযোগ করেছিল যে, দেশটির দক্ষিণাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েল।

সিরিয়ায় ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব এবং সামরিক উপস্থিতিই মূলত ইসরায়েলের শঙ্কার কারণ।

এ জন্য কয়েক বছর ধরেই সিরিয়ায় দফায় দফায় হামলা চালিয়ে আসছে দেশটি। 

সিরীয় ঘাঁটি, অস্ত্র বহর এবং ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অবস্থান লক্ষ্য করেই মূলত হামলা চালায় ইসরায়েল এবং এগুলো বেশিরভাগই সাধারণত রাতের বেলা ঘটনো হয়। 

সূত্র: আল জাজিরা 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি