ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

‘কাবুলে ড্রোন হামলা’ যুদ্ধ আইন লঙ্ঘিত হয়নি : পেন্টাগন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ৪ নভেম্বর ২০২১

আফগানিস্তানের রাজধানী কাবুলে আগস্টে মার্কিন ড্রোন হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা একটি কৌশলগত ভুল ছিল। তবে এতে কোন যুদ্ধ আইন লঙ্ঘিত হয়নি। ঘটনাটি তদন্তের পর পেন্টাগন ইন্সপেক্টর জেনারেল এমন কথা বলেন। খবর এএফপি’র।

মার্কিন ত্রাণ গ্রুপের হয়ে কাজ করা এক ব্যক্তিসহ প্রাপ্তবয়স্ক তিনজন ও সাত শিশু ২৯ আগস্টের অভিযানে নিহত হন। ইসলামিক স্টেট জঙ্গিদের ব্যবহার করা একটি বাড়ি ও একটি গাড়ি এ হামলার লক্ষ্য ছিল বলে মনে করা হয়।

মার্কিন বিমানবাহিনীর ইন্সপেক্টর জেনারেল লে: জেনারেল সামি সাইদ এক প্রতিবেদনে বলেন, ‘তদন্তে যুদ্ধ আইনসহ কোন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি। পক্ষপাতমূলক তথ্য ও যোগাযোগ ঘাটতির কারণে দু:খজনক এ হতাহতের ঘটনা ঘটে।’

তিনি বলেন, ‘এটি সত্যিকার অর্থেই একটি ভুল ছিল। এটি কোনভাবেই ইচ্ছাকৃত ও অবহেলাজনিত ভুল ছিল না।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি