ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কালীপূজার বাজিতে কলকাতায় বাড়ল বায়ুদূষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ৫ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

কালীপূজার রাতে নিয়মের তোয়াক্কা না করেই বাজি পুড়িয়েছেন কলকাতাবাসী।  এতে বৃহস্পতিবার রাত থেকেই শহরের বিভিন্ন প্রান্তে বায়ুদূষণের মাত্রা একধাক্কায় অনেকটাই বেড়ে গেছে।

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে বাজি ফাটানোর মোট ৪৫টি অভিযোগ জমা পড়েছে।

উত্তর থেকে দক্ষিণ কলকাতার সব প্রান্ত থেকেই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ করেছেন বাসিন্দারা। 
বাদ যায়নি শহরতলির বিভিন্ন এলাকাও।

হাওড়ার শিবপুর বা উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ-সহ রাজ্যের কয়েকটি এলাকাতেও একই ভাবে যথেচ্ছ বাজি পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। 

কতটা বেড়েছে বায়ুদূষণের মাত্রা তার কয়েকটি নমুনা তুলে ধরেছে পর্ষদ। বৃহস্পতিবার রাত ৮টার দিকেও বালিগঞ্জের মতো এলাকায় বায়ুদূষণ ছিল মাঝারি মাত্রার। ওই সময় বাতাসে সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ অনুযায়ী তার গুণমান ছিল ১৮০ পিএম।

তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা  বেড়ে যায়। রাত ১২টা নাগাদ বাতাসের গুণমান পৌঁছয় ৪০২ পিএম এ। যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বলেই জানিয়েছে পর্ষদ। রাত ১টা নাগাদ তা আরও বেড়ে দাঁড়ায় ৪৪৬ পিএম এ অর্থাৎ অত্যন্ত ক্ষতিকারক মাত্রায়।

বৃহস্পতিবার কালীপূজার সময় কেবলমাত্র পরিবেশবান্ধব সবুজ আতশবাজি ছাড়া অন্যান্য বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির সুপ্রিম কোর্ট। যদিও তা বেশিরভাগ মানুষই মানেননি। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি