ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সৌদির কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ৫ নভেম্বর ২০২১

মার্কিন পররাষ্ট্র বিভাগ রিয়াদের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য ৬৫ কোটি ডলার মূল্যের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রয়ের অনুমোদন দিয়েছে। ড্রোন হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় দেশটিকে সহায়তা করতেই এ সুযোগ দিয়েছে তারা। খবর এএফপি’র।

বৃহস্পতিবার ওই বিভাগ জানায়, এমন অনুমোদনের ফলে সৌদি আরব অত্যাধুনিক এআইএম-১২০সি ধাচের সর্বোচ্চ ২৮০টি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র এবং এ সংক্রান্ত সরঞ্জামাদি ক্রয়ের সুযোগ পাবে।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জানান, সৌদি আরব ইতোমধ্যে মনুষ্যবিহীন বিমান হামলা ঠেকাতে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহারে সক্ষম। আর এ ধরনের মনুষ্যবিহীন বিমান হামলা দেশের অভ্যন্তরে সৌদি আরব ও মার্কিন বাহিনী উভয়ের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রধানত: ইয়েমেন থেকে এ ধরনের হামলা চালানো হয়ে থাকে।

ওই মুখপাত্র বলেন, ‘আমরা বিগত বছরে সৌদি আরবের বিরুদ্ধে আন্ত:সীমান্ত হামলা বেড়ে যেতে দেখেছি।’

সৌদি আরব ইয়েমেনে ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানীরা ইয়েমেনের নাগরিকদের বিভিন্ন ধরনের ড্রোন ও এ সংক্রান্ত প্রযুক্তি সরবরাহ করছে।

মার্কিন পররাষ্ট্র বিভাগের ওই মুখপাত্র জোরদিয়ে বলেন, “স্থলভাগের কোন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে না।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি