ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বার্লিনে দূতাবাসের বাইরে থেকে রুশ কূটনীতিকের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ৬ নভেম্বর ২০২১

বার্লিনে রাশিয়ার দূতাবাসের বাইরে থেকে দেশটির এক কূটনীতিকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার একথা জানানো হয়। খবর এএফপি’র।

এ ব্যাপারে প্রথম প্রকাশিত সাপ্তাহিক ম্যাগাজিন স্পিজেলের প্রতিবেদনে বলা হয়, দূতাবাস কমপ্লেক্স থেকে পড়ে এ ব্যক্তির মৃত্যু ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ গত ১৯ অক্টোবর ফুটপাথ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ঘটনাটি মন্ত্রণালয়কে জানানো হলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

রাশিয়ার দূতাবাসের বরাত দিয়ে স্পিজেলের খবরে এ মৃত্যুকে একটি ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে অভিহিত করা হয়। নৈতিক কারণে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। ৩৫ বছর বয়সী রাশিয়ার এ কূটনীতিক দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি ছিলেন।

ওই ম্যাগাজিনের খবরে আরো বলা হয়, জার্মান কর্তৃপক্ষের ধারণা তিনি রাশিয়ার গুপ্তচর বিভাগ এফএসবি’র একজন এজেন্টও ছিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি