ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ভারতে হাসপাতালে আগুন, আইসিইউর ১০ রোগীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ৬ নভেম্বর ২০২১ | আপডেট: ১৫:১৪, ৬ নভেম্বর ২০২১

আগুন লাগার পর হাসপাতালের অভ্যন্তরের চিত্র

আগুন লাগার পর হাসপাতালের অভ্যন্তরের চিত্র

ভারতের মহারাষ্ট্রের আহমদনগরে একটি হাসপাতালে আগুন লেগে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এ থাকা অন্তত ১০ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার ভোরে রাজধানী মুম্বাই থেকে প্রায় আড়াইশ’ কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিল হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

দেশটির দমকল বিভাগের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের কারণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনের প্রবল ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই আইসিইউতে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

খবর পেয়েই দ্রুত উদ্ধারের কাজ শুরু করে পুলিশ ও দমকলকর্মীরা। ঘটনার কারণ, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

উল্লেখ্য, গত এপ্রিলে শর্ট সার্কিট থেকে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের কোভিড হাসপাতালে আগুন লেগেছিল। ওই ঘটনায় আইসিইউতে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

সূত্র: আনন্দবাজার

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি