ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

সকলকে শান্ত থাকার আহ্বান ইরাকের প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ৭ নভেম্বর ২০২১

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমির বাগদাদের বাসভবনে রোববার ভোররাতে ড্রোন হামলা হয়েছে। হামলার পরে কাদিমি বলেছেন, তিনি অক্ষত রয়েছেন এবং সকলকে ‘শান্তি ও সংযম’ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। দেশটিতে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা ঘটলো।

বাগদাদের গ্রীন জোনে কাদিমির বাসভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়, কাদিমি ২০২০ সালের মে থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন এবং পরবর্তী সরকারের নেতৃত্ব কে দেবেন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব চলছে।

কাদিমির অফিস এটি একটি ‘ব্যর্থ হত্যা প্রচেষ্টা’ বলে অভিহিত করার পরে কাদিমি টুইটারে লিখেছেন, “আমি ভালো আছি, আমি অল্লাহর প্রশংসা করছি এবং ইরাকের ভালোর জন্য আমি সকলকে ‘শান্তি ও সংযম’ বজায় রাখার আহ্বান জানাই।”

মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত এ হামলার নিন্দা জানিয়েছে এবং প্রধানমন্ত্রী অক্ষত থাকার খবরে স্বস্তি প্রকাশ করেছে। 

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, ‘দৃশত এটি একটি সন্ত্রাসবাদী হামলা, ইরাক রাষ্ট্রের প্রাণকেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়।’

এতে বলা হয়, ‘ইরাকের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে আমরা ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রেখেছি। এই হামলার তদন্তে আমরা সহযোগিতার প্রস্তাব দিয়েছি।’

গ্রীন জোন ঘিরে বিপুল নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে, এই এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে। গ্রীন জোন লক্ষ্য করে প্রায়ই রকেট হামলা চালানো হয়।

৩১ অক্টোবর পাশের জেলা মানসুরে ৩টি রকেট হামলা চালানো হয়, এতে কেউ হতাহত হয়নি।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি