ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আদ্দিস আবাবা ‘রক্তস্নানের’ সম্মুখীন নয়: বিদ্রোহীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ৭ নভেম্বর ২০২১

ইথিওপিয়ার বিদ্রোহীরা রাজধানী আদ্দিস আবাবামুখী অগ্রসর হলে একটি প্রতিকূল অবস্থার মুখোমুখি হবে বা একটি "রক্তপাত" ঘটবে, এমন ধারণাসম্বলিত প্রতিবেদনগুলোকে গুরুত্ব দিচ্ছে না বিদ্রোহীরা। খবর এএফপি’র।

দীর্ঘ বছরব্যাপী সংঘাত বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইথিওপিয়া ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের কূটনীতিকদের প্রত্যাহার করেছে।

টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ)- এর যোদ্ধারা ও সাম্প্রতিক সপ্তাহে তাদের মিত্র ওরোমো লিবারেশন আর্মি (ওএলএ) বেশ কয়েকটি শহর দখলের দাবি করেছে এবং তারা আদ্দিস আবাবার দিকে অগ্রসর হওয়ার বিষয়টি বাতিল করেনি।

রাজধানী হুমকির মুখে সরকার সে কথা স্বীকার করছে না জরুরি অবস্থাও ঘোষণা করেনি এবং স্থানীয় কর্তৃপক্ষ শহর রক্ষার জন্য বাসিন্দাদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে।

টিপিএলএফের মুখপাত্র গেটাচেউ রেডা এএফপিকে শনিবার রাতে এক সাক্ষাৎকারে জানান, ‘আদ্দিসের জনগণের আমাদের ঘোরতর বিরোধীতার যে গল্প তা একেবারেই বাড়িয়ে বলা। আদ্দিসে প্রবেশ করলে আদ্দিস রক্তস্নাত হয়ে যাবে বলে যে দাবি করা হচ্ছে তা একেবারে হাস্যকর।’

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি