ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তালেবান ছাড়া অন্য বন্দুকধারীদের পরিবহনে নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩, ৮ নভেম্বর ২০২১ | আপডেট: ০৯:৪৫, ৮ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

তালেবান বাহিনীর সদস্য ছাড়া অন্য কোনও বন্দুকধারীদের পরিবহন করতে পারবেননা আফগানিস্তানের ট্যাক্সি চালকরা। আইএস এর সক্রিয় হওয়ার আশঙ্কা থেকে দেশটিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।    

দেশটির গণমাধ্যমগুলো বলছে, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের ট্যাক্সি চালকেদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রাদেশিক কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তালেবান সরকার ট্যাক্সি চালকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। এরই অংশ হিসাবে, তালেবান ছাড়া কোনও বন্দুকধারীদের পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাশাপাশি, কোনও সন্দেহভাজন বন্দুকধারীকে দেখলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানোর আহ্বানও করা হয়েছে চালকদের উদ্দেশ্যে।

আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে আইএস সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে, তাদের কর্মকাণ্ড রুখতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। এদিকে, তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাবুলে রাষ্ট্রদূত পদ মর্যাদার কূটনীতিক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি।

সূত্র: এনডিটিভি

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি