আফগানিস্তানে সরকারি পদে তালেবান নিয়োগ
প্রকাশিত : ১৩:০৪, ৮ নভেম্বর ২০২১
প্রাদেশিক গভর্নর, পুলিশপ্রধানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে তালেবানের ৪৪জন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার এই নিয়োগ দেওয়া হয়। গত সেপ্টেম্বরে মন্ত্রিসভা গঠনের ঘোষণার পর এবারই প্রথম এত বড় পরিসরে নিয়োগ দিল তালেবান সরকার।
দেশটির ক্রমবর্ধমান নিরাপত্তা ও অর্থনৈতিক সমস্যার মধ্যেই এই নিয়োগ দেওয়া হল।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ৪৪ জন সদস্যের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে কাবুলের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কারি বারিয়ান। এ ছাড়া তালেবান নেতা ওয়ালি জান হামজা হয়েছেন কাবুলের পুলিশপ্রধান।
কাবুলের সাবেক নিরাপত্তা কমান্ডার ইন চার্জ ছিলেন মাওলাওয়ি হামদুল্লাহ মুখলিস। তিনি চলতি মাসে রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে আফগানিস্তানের সবচেয়ে বড় সামরিক হাসপাতালে চালানো হামলায় নিহত হন।
নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতির মধ্যদিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। কিন্তু এরপর দেশটির বিভিন্ন স্থানে একের পর এক হামলা এবং আইএস এর উত্থানের আশঙ্কা দেখা দেয়। একই সঙ্গে দেশটির অর্থনীতিও ভয়াবহ সংকটে পড়ে। এর মাঝেই বড় পরিসরে নিয়োগ দিল তালেবান সরকার।
সূত্রঃ এনডিটিভি
আরএমএ/এসবি
আরও পড়ুন