ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাইজারে স্কুলে আগুন, প্রাণ গেল ২৬ শিশুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১০:৩২, ৯ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নাইজারে খড় ও কাঠ দিয়ে তৈরি একটি স্কুলে আগুন লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৬ শিশুর। দগ্ধ ১৩ জনের মধ্যে চারজনের অবস্থাও গুরুতর।

সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে। এ ঘটনায় মঙ্গলবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছেন মারাদি শহরের মেয়র চাইবো আবু বকর।

এদিকে এক বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুঃখজনক ঘটনা নাইজারের মানুষকে আবারও শোকের মধ্যে ফেলেছে। এ জন্য খড় এবং কাঠের তৈরি ক্লাসরুম দেশে নিষিদ্ধ করা হবে বলেও জানিয়েছে দেশটির সরকার। 

এর আগে এ বছরের এপ্রিলেও নিয়ামি নামের একটি জেলায় আরেকটি স্কুলে আগুনের ঘটনায় ২০ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল। 

উল্লেখ্য, বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নাইজার। নানান প্রতিকূলতা সত্ত্বেও দেশটি খড় ও কাঠের শেড নির্মাণ করে স্কুলভবনের ঘাটতি মেটানোর চেষ্টা করে যাচ্ছে। অনেকসময় শিশুদের মাটিতে বসেই পড়ালেখা করতে দেখা যায়। 

সূত্র: বিবিসি, এনডিটিভি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি