ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাইজেরিয়ায় অসংখ্য মানুষ চরম খাদ্য সংকটের মুখে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ৯ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নাইজেরিয়ার প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ আগামী বছর চরম সংকটে বা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়তে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। খবর এএফপি’র।

জাতিসংঘ ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় নাইজেরিয়ার কৃষি মন্ত্রণালয়ের নেতৃত্বে দ্বি-বার্ষিক ক্যাড্রি হার্মোনাইজ ফ্রেমওয়ার্ক নামের এ জরিপ প্রতিবেদন তৈরি করা হয়।

শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এ বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নাইজেরিয়ার ২১টি রাজ্যের এক কোটি ২১ লাখেরও বেশি মানুষ চরম সংকটে বা তীব্র খাদ্য নিরাপত্তাতহীনতার মুখে পড়ছে।

এতে বলা হয়, আগামী বছরের জুন থেকে আগস্টের মধ্যে এ সংখ্যা বেড়ে এক কোটি ৬০ লাখ ৮০ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বছর সর্বোচ্চ সংখ্যক মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়া এলাকা ছিল নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্য। এলাকাটির এক লাখ ৪৪ হাজার ৯১৪ জন  তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় বা চরম সংকটের মুখে পড়ে। রাজ্যটিতে দীর্ঘ ১২ বছর ধরে জিহাদিদের সক্রিয় তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

এ অঞ্চলে জিহাদিদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকলেও সেখানে প্রায় সহিংস কর্মকা- ঘটতে দেখা যাচ্ছে।

এ ধরনের সহিংসতার কারণে এ অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

আগামী বছর বর্নো রাজ্যে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা বা চরম সংকটে পড়া মানুষের সংখ্যা বেড়ে দুই লাখ ৯১ হাজার ৫৪২ জনে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি