ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পকেটে বিস্ফোরণ হল স্মার্টফোন!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ৯ নভেম্বর ২০২১

স্মার্টফোনের বিস্ফোরণ, তাও আবার প্যান্টের পকেটে! গেল ৩ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন সুহিত শর্মা নামের ভারতীয় এক নাগরিক। সঙ্গে পোস্ট করেছেন কিছু ছবি। সেখানেই দেখা যায় কীভাকে বিস্ফোরণ হয়েছে তার প্যান্টের পকেটে থাকা ওয়ানপ্লাস স্মার্ট ফোনটি। 

ছবিতে দেখা যায় বিস্ফোরণে প্রায় সম্পূর্ণ ঝলসে গিয়েছে ফোনটি। এমনকী গুরুতর আহত হয়েছেন তিনি নিজেও। 

সুহিত শর্মা নামের একাউন্ট থেকে করা পোস্টে বলা হয় তার পায়ের অনেকটা অংশের চামড়া পুড়ে উঠে গেছে। স্বাভাবিক ভাবেই এত টাকা দিয়ে ফোন কিনে এমন ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ তিনি। 

মেজাজ হারিয়েই টুইটারে লিখেছেন, “ইউজারদের সঙ্গে এভাবে খেলা করা বন্ধ করুন। এর ফল আপনাদেরও ভোগ করতে হবে। ভাবতেও পারিনি ওয়ান প্লাসের ফোন কিনে এই হাল হবে।”

ইউজারের অভিযোগ, ট্রাউজারের পকেটে থাকাকালীন আচমকা বিরট শব্দ করে ফেটে যায় তার সাধের মোবাইলটি। 

গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ওয়ান প্লাস। তাদের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের কাছে ক্রেতারাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই তার সঙ্গে যা হয়েছে, তা খুবই দুঃখজনক। আমরা সুহিতের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত বিষয়টি সমাধান করা হবে। আর ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেই চেষ্টাই আমরা করব।”

এর আগেও ওয়ানপ্লাস কোম্পানির মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

সূত্র: সংবাদ প্রতিদিন 

এসবি 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি