ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

৩০ বছর ধরে হাসপাতালে টয়লেটের পানি পান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ১০ নভেম্বর ২০২১

প্রায় ৩০ বছর ধরে টয়লেটের পানি পান করে আসছেন জাপানের বিখ্যাত ওসাকা বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের চিকিৎসক, নার্স, রোগী থেকে শুরু করে সবাই। অবিশ্বাস্য হলেও এটিই সত্য। সম্প্রতি বিষয়টি উঠে এসেছে দেশটির স্থানীয় গণমাধ্যম  ইয়োমিউরি শিম্বুন এর একটি প্রতিবেদনে। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, টয়লেটের জন্য ব্যবহৃত পানি চিকিৎসার কাজে বা খাবার পানি হিসাবেই ব্যবহার করে আসছে ওই হাসপাতাল। আর এই উদ্ভট ঘটনাটি গত মাসে প্রকাশ্যে আসে। 

এরপর নাকি এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট কাজুহিকো নাকাতানি। 

এরইমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে ওসাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

তারা জানিয়েছে যে  পানির গুণমান পরীক্ষা করা হচ্ছে, তবে এখনো কোনও স্বাস্থ্য ঝুঁকির বিষয় নিশ্চিত করা হয়নি।

১৯৯৩ সালে হাসপাতালটি চালু করা হয়। এটির মেডিকেল বিভাগের প্রায় ১২০টি পানির ট্যাপে ভুল পাইপের সংযোগ ছিল।

ধারণা করা হচ্ছে তখনই টয়লেটের সঙ্গে ভুলবশত পানির লাইনের সংযোগ ঘটে যায়। আর এর পর থেকেই হাসপাতালের স্টাফ, রোগীরা সেই পানি খেয়েছেন, হাত ধুয়েছেন, এমনকি তাদের অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে আসছেন গত ৩০ বছর ধরে।

সম্প্রতি হাসপাতালটির নতুন একটি ভবন পরিদর্শনের সময় ধরা পড়ে বিষয়টি। এরপরেই তাৎক্ষণিকভাবে পাইপ বদলে ফেলা হয়।

সুত্রঃ হিন্দুস্থানটাইম

আরএমএ/এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি