ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিয়ানমারে সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ১১ নভেম্বর ২০২১ | আপডেট: ১১:৩৮, ১১ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মিয়ানমারে ক্রমবর্ধমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।  

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি বিবৃতিতে মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি যুদ্ধ বন্ধের পাশাপাশি সর্বোচ্চ সংযম চর্চা করারও আহ্বান জানায়।  

এই বিবৃতিতে নিরাপত্তা পরিষদের ১৫ টি সদস্য দেশেরই সম্মতি পাওয়া গেছে। 

সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে বিক্ষোভ ও সহিংসতা চলছে। সম্প্রতি দেশটির পশ্চিমাঞ্চলীয় চিন প্রদেশে অভ্যুত্থানবিরোধী প্রতিরোধগোষ্ঠীগুলোকে দমনে সামরিক বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করেছে। সেখানে দিন দিন ভারী অস্ত্র ও সৈন্যের সংখ্যা বাড়াচ্ছে দেশটির সেনাবাহিনী।

এ অবস্থায় মিয়ানমারের উন্নয়ন ও ভবিষ্যত নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

তাই দ্রুত সহিংসতা বন্ধ করে দেশটির বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশিচতের আহ্বান জানানো হয়েছে। 

এ জন্য দেশটির গনগণের ইচ্ছা ও স্বার্থ অনুযায়ী আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে নিরাপত্তা পরিষদ। 

সেই সঙ্গে ত্রাণ পৌঁছানোর সুযোগ এবং চিকিৎসাকর্মীদের নিরাপত্তা দেওয়ারও আহ্বান জানানো হয়েছে দেশটির সেনাবাহিনীর প্রতি। 

সূত্র: রয়টার্স

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি