ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

আফগানিস্তানে আইএস নিয়ন্ত্রণে আছে: তালেবান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ১১ নভেম্বর ২০২১

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে আফগানিস্তানে আইএস এখন আর বড় হুমকি নয়। 

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে আইএসের রক্তক্ষয়ী একাধিক হামলায় অনেক মানুষ হতাহত হওয়া সত্ত্বেও তালেবান এমন দাবি করল।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, আইএস বড় কোনো হুমকি নয়।

তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত প্রায় ৬০০ আইএস সদস্য বা সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান এই তালেবান নেতা। 

আইএসের যেসব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে নারীও রয়েছেন বলে জানান তালেবানের মুখপাত্র। তবে তিনি বলেন, আইএসের গ্রেপ্তার হওয়া নারী সদস্যদের সংখ্যা কম।

জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তানে আইএসের সদস্য সংখ্যা বেশি নয়। কারণ, তাদের জনগণের সমর্থন নেই।

এখনও দেশটিতে আইএসের বিরুদ্ধে তালেবানের অভিযান অব্যাহত আছে বলেও জানান জাবিহুল্লাহ।

এ সময় তিনি দাবি করেন, আফগানিস্তানে আইএসের উপস্থিতি অন্য দেশের জন্যও হুমকি নয়। কারণ তালেবান ও আইএস পরস্পরের প্রতিপক্ষ। তালেবান জাতীয় পর্যায়ে তৎপর। অন্যদিকে আইএস তৎপর বৈশ্বিক পর্যায়ে। 

সূত্রঃ এনডিটিভি

আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি