ফ্রান্সে কোভিডের পঞ্চম ঢেউ
প্রকাশিত : ১৪:০৪, ১১ নভেম্বর ২০২১ | আপডেট: ১৫:২৩, ১১ নভেম্বর ২০২১
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দেশ ফ্রান্সে আবারও বেড়েছে কোভিড-১৯ এ সংক্রমণের হার। এ জন্য মহামারীর পঞ্চম ধাক্কার মুখে দেশটি।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান বুধবার বলেছেন, যারা সংক্রমণের শেষ দেখার আশায় ছিলেন তাদের জন্য এটি উদ্বেগের বার্তা।
দেশটির একটি গণমাধ্যমে সাক্ষাত্কারে স্বাস্থ্যমন্ত্রী বলেন , "বেশ কয়েকটি প্রতিবেশী দেশ ইতিমধ্যেই কোভিড মহামারীর পঞ্চম ঢেউয়ের মধ্যে রয়েছে, ফ্রান্সে আমরা যা অনুভব করছি তা স্পষ্টতই পঞ্চম ঢেউয়েরই শুরু। "
এদিকে এই সপ্তাহের শুরুতে ম্যাক্রন নির্দেশ দিয়েছেন যে, দেশে যাদের বয়স ৬৫ বা তার বেশি তাদের রেস্তোরাঁয় যেতে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করতে কোভিড-১৯ বুস্টার ডোজের প্রমাণ দেখাতে হবে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার ১১,৮৮৩ টি নতুন কোভিড -১৯ রোগী শনাক্ত করেছে।
মহামারী এখনও শেষ হয়নি বলে সতর্ক করে ফরাসি রাষ্ট্রপতি বলেছেন যে, "কোভিড -১৯ এবং অন্যান্য সংক্রামক শীতকালীন রোগ থেকে রক্ষা করে এমন পদক্ষেপের বিষয়েই মনোযোগ দেওয়া হবে।"
সূত্রঃ হিন্দুস্থানটাইমস
আরএমএ/এসবি
আরও পড়ুন