ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আরও ১ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ১১ নভেম্বর ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা দেবে। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কোভ্যাক্সের আওতায় এই টিকা আসবে বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের আহ্বানে কোভিড-১৯ ও পরবর্তী করণীয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক শেষে উপহার দেওয়ার এ ঘোষণা আসে।

ব্লিনকেনের সভাপতিত্বে ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের পাশাপাশি আরও ২৫ দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন। এর আগে কয়েক দফায় বাংলাদেশকে ১ কোটি ৫০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দিয়েছিল যুক্তরাষ্ট্র।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি