ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভার্চুয়াল সম্মেলন করবেন বাইডেন-শি জিনপিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ১২ নভেম্বর ২০২১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভার্চুয়াল সম্মেলন করবেন বলে আশা করা যাচ্ছে এবং তিনি এ বৈঠকের অপেক্ষায় রয়েছেন। তাইওয়ান, মানবাধিকার ও বাণিজ্য প্রশ্নে উত্তেজনা দেখা দেয়ায় তিনি এ সম্মেলন করতে যাচ্ছেন। মার্কিন সংবাদ মাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে সিএনএন ও পলিটিকো উভয় সংবাদ মাধ্যম জানায়, আগামী সোমবার এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

বিশ্বের বৃহত্তম অর্থনীতির এ দুই দেশের মধ্যে সম্পর্ক সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ অবনতি ঘটেছে, বিশেষকরে চীনের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করা স্বশাসিত গণতান্ত্রিক তাইওয়ানকে কেন্দ্র করে তাদের মধ্যে সম্পর্কের এ অবনতি ঘটে। চীন গত মাসে এ দ্বীপ দেশের কাছের আকাশসীমা রেকর্ড সংখ্যকবার লঙ্ঘন করে।

চীনের আগ্রাসনের মুখে থাকা তাইওয়ানের প্রতি ওয়াশিংটন তাদের সমর্থনের ইঙ্গিত পুনর্ব্যক্ত করলেও যুক্তরাষ্ট্র ও চীন গ্লাসগোতে এক সম্মেলনে জলবায়ু বিষয়ে আকস্মিক একটি চুক্তিতে পৌঁছেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি