ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

উত্তর বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠির হামলায় ৭ পুলিশ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ১৩ নভেম্বর ২০২১

উত্তর বুরকিনা ফাসোতে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা দেশটির পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে। এতে সাত পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

দেশটির সরকারের দেওয়া এক বিবৃতিতে শুক্রবার এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সুদূর-উত্তর সাহেল অঞ্চলের ডোরি এবং এসসাকানে শহরের মধ্যে আলকোমার কাছে নিরাপত্তা মিশনে যাওয়ার সময় পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালায় হামলাকারীরা।

নাইজার এবং মালির সীমান্তবর্তী এলাকায় আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কযুক্ত ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলি সক্রিয় রয়েছে।

সরকারের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চলছে।

দুই সপ্তাহ আগে ঠিক একই ধরণের একটি হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হন।
সূত্র : রয়র্টাস
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি