ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, ইমামসহ হতাহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ১৩ নভেম্বর ২০২১

আবারো আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘঠেছে। এতে দুই জন নিহত সহ আরও ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের স্পিন ঘর জেলার একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদটির ইমামসহ অনেকিই আহত হন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক রয়টার্সকে বলেছেন, এ ঘটনায় ২ জন মারা গেছেন এবং ১৮ জন আহত হয়েছেন। তবে এই তথ্যের কোন আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায় নি।

স্থানীয় বাসিন্দা অটল শিনওয়ারি জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে বিস্ফোরণটি মসজিদের অভ্যন্তরে ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে একজন তালেবান কর্মকর্তা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এখন পর্যন্ত হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে মসজিদে আঘাত হানার সর্বশেষ ঘটনা এটি, যা তালেবানের দাবিকে দুর্বল করে দিচ্ছে। 

নতুন হামলা হওয়া মসজিদটিতে সুন্নি মুসলমানদের উপস্থিত ছিলেন। তালেবান দখলদারিত্বের পর থেকে আগের হামলাগুলো শিয়াদের মসজিদে হয়। ওই হামলাগুলোর দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট।
সূত্র : রয়র্টাস
আরএমএ/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি