ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়ালো 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ১৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ হাজার ২৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৯০ লাখ ৩১ হাজার ৮৫১ জনে দাঁড়ালো। শনিবার সরকারি পর্যবেক্ষণ কেন্দ্র এ তথ্য জানায়। 

রাশিয়া করোনাভাইরাসের চতুর্থ ঢেউ মোকাবেলা করার মধ্যেই দেশটিতে আক্রান্তের এ সংখ্যা এক মাসেরও কম সময়ের মধ্যে ৮০ লাখ থেকে বেড়ে ৯০ লাখে দাঁড়ালো। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই সেখানে কোভিড-১৯ রোগ সংক্রমণের সর্বোচ্চ ঢেউ পরিলক্ষিত হচ্ছে।

ওই কেন্দ্র জানায়, রাশিয়ায় এক দিনে নতুন করে এক হাজার ২৪১ জন প্রাণ হারানোয় এ সংখ্যা বেড়ে মোট দুই লাখ ৫৪ হাজার ১৬৭ জনে দাঁড়ালো। এদিকে এক দিনে ৩৩ হাজার ৮০২ জন সুস্থ হয়ে উঠায় দেশটিতে এ সংখ্যা বেড়ে দাঁড়ালো মোট ৭৭ লাখ ৫৪ হাজার ৭৬৪ জনে।

রাশিয়ার মস্কোতে সবচেয়ে বেশি করোনাভাইরাস ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে নতুন করে চার হাজার ১৮৫ জন এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। এনিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৮ লাখ ৯১ হাজার ৪২৮ জনে দাঁড়ালো।

সূত্র: বাসস

এসবি 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি