ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আল জাজিরার সুদান ব্যুরো প্রধান গ্রেফতার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১৪ নভেম্বর ২০২১ | আপডেট: ১৫:৪৮, ১৪ নভেম্বর ২০২১

কাতারের আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সুদান ব্যুরোর প্রধান এল মুসালমি এল কাব্বাশিকে গ্রেপ্তার করা হয়েছে।  

আল জাজিরা কর্তৃপক্ষ রোববার এক টুইটার বার্তা জানিয়েছে, মুসালমির বাড়িতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। 

আল জাজিরা টিভি নেটওয়ার্ক এ বিষয়ে এর বেশি বিস্তারিত কিছু জানানি ।

এর আগে শনিবার সুদানের রাজধানী খার্তুম এবং অন্যান্য শহরে সামরিক দখলের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হয়। 

এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর কাঁদুনে গ্যাস ও গুলিতে পাঁচ জন বিক্ষোভকারী নিহত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং চিকিত্সকরা।

সূত্র: রয়র্টাস

আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি