ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেরাম ইনস্টিটিউটের সিইও-র রাজকীয় জীবন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ১৪ নভেম্বর ২০২১ | আপডেট: ১৬:৫৯, ১৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। কোম্পানিটির সিইও আদর পুনাওয়ালা কোভিড টিকা ‘কোভিশিল্ড’-এর সৌজন্যে এখন পরিচিত মুখ। ‘ভ্যাকসিন টাইকুন’ নামেই এখন পরিচিত তিনি। তার বিলাসবহুল জীবনযাপন দেখলে যে কেউ চমকে যাবেন। মুম্বাইয়ে এক বিশাল অট্টালিকার পাশাপাশি রয়েছে তার ব্যক্তিগত জেট বিমানও।

জানা যায়, তার ব্যবহৃত Global 6000 (VT-CDP) মডেলের জেট বিমানটি  একটানা এগারো হাজার ১১২ কিলোমিটার উড়তে সক্ষম। একসঙ্গে ১২ জন ভ্রমণ করতে পারেন এই জেট বিমানে। সঙ্গে নেওয়া যায় আরো চার জন বিমানকর্মী।

এই বিমানটি ডাবলিন, সিঙ্গাপুর, প্যারিস, টোকিও, বালির মতো আরও বিভিন্ন শহরে খুব সহজেই নিরবচ্ছিন্নভাবে উড়তে পারে। এছাড়াও এই বিমানের অনেক রাজকীয় সুবিধা রয়েছে।

সেই সঙ্গে পুনাওয়ালার কাছে Gulfstream 550 মডেলের আরো একটি বিমান রয়েছে, যেটি টানা ১৩ ঘণ্টা উড়তে পারে। এটিরও প্রিন্টেড ইন্টেরিয়র ডেকোরেশন এবং অন্যান্য সুযোগ-সুবিধা তাক লাগানোর মতো। 

এছাড়াও একটি Airbus H145 হেলিকপ্টার আছে পুনাওয়ালার। যেটির মাধ্যমে ‘ভ্যাকসিন টাইকুন’ মাঝেমধ্যেই পুণে-মুম্বাই যাতায়াত করেন।

সূত্র: আজকাল ইন
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি