ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান গাদ্দাফির ছেলে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ১৫ নভেম্বর ২০২১ | আপডেট: ০৯:০৭, ১৫ নভেম্বর ২০২১

লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি এবারে দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার মনোনয়নপত্র জমা দেন তিনি। গাদ্দাফির শাসন আমলের পর থেকে দেশটিতে যে অস্থিরতা চলছে, আসছে নির্বাচনের মধ্যদিয়ে তা বন্ধ হবে বলেই ধারণা করা হচ্ছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, সাইফ আল-ইসলাম লিবিয়ার ঐতিহ্যবাহী পোশাকে নির্বাচন কার্যালয়ে উপস্থিত হন এবং মনোনয়নপত্রে সই করেন। 

একজন নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন।

সাইফ আল-ইসলাম লিবিয়ার পরিচিত ব্যক্তিদের একজন। তার পাশাপাশি প্রেসিডেন্ট পদের জন্য লড়াইয়ের তালিকায় থাকছেন লিবিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বাহিনীর কমান্ডার খলিফা হাফতার, বর্তমান প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল দিবাহ, পার্লামেন্টের স্পিকার আজুলা সালেহ।

আগামী ২৪ ডিসেম্বর দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে বিভিন্ন কারণে তা নির্ধারিত সময়ে হবে কি না, এ নিয়ে এখনো সন্দেহ রয়েছে। 

গেল শুক্রবার প্যারিসে এক সম্মেলনে বিশ্বনেতারা একমত হয়েছেন যে যারা লিবিয়ার ভোটকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 

২০১১ সালে গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে লিবিয়ায় গাদ্দাফির সরকারের পতন হয়। সে সময় বিদ্রোহীদের হাতে আটক হন গাদ্দাফি। পরে তাকে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকে রাজনৈতিক অস্থিরতা চলছে দেশটিতে। 

রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, সাইফ আল-ইসলাম ভোটের ময়দানে তার বাবার শাসনামলের দিকগুলোই তুলে ধরতে পারেন। যদিও এর মাধ্যমে সামনের সারিতে আসতে পারবেন না তিনি। কারণ গাদ্দাফির নিষ্ঠুর শাসনামল এখনও অনেক লিবীয়াবাসী ভুলে যাননি। 

সূত্র: রয়টার্স

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি