ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহিষ দুধ না দেওয়ায় পুলিশে অভিযোগ, পরদিনই দুধ পেলেন গোয়ালা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ১৫ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মহিষ দুধ না দেওয়ায় পুলিশের কাছে অভিযোগ করেছেন ভারতের এক কৃষক। অভিযোগ শুনেই অবাক পুলিশ। শেষ পর্যন্ত পশু চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে ওই কৃষককে। কিন্তু অবাক করা বিষয় হল, অভিযোগ দেওয়ার পরদিন থেকেই দুধ দিতে শুরু করেছে মহিষটি। 

শনিবার ভারতের মধ্যপ্রদেশের ভিন্দে এলাকায় ঘটেছে এই ঘটনা। ভিন্দের বাসিন্দা কৃষক বাবুলাল যাদব থানায় গিয়ে অভিযোগ করেছিলেন যে তার মহিষটি নাকি দুধ দিচ্ছে না। আর এ জন্য এলাকার কেউ মহিষটিকে জাদুটোনা করেছে বলেও অভিযোগ করেন তিনি। পুলিশের কাছে সাহায্য চাওয়ার এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অভিযোগ জানানোর পর ওই কৃষককে পশু চিকিৎসকের পরামর্শ নিতে বলে পুলিশ। কিন্তু পরদিন আবার মহিষটিকে নিয়ে থানায় যান বাবুলাল। ধন্যবাদ দেন পুলিশকে, কারণ রোববার সকাল থেকেই নাকি আবার দুধ দেওয়া শুরু করেছে তার মহিষ। 

সূত্র: ইন্ডিয়া হেরাল্ড 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি