ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গরুর জন্য ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ১৫ নভেম্বর ২০২১

গরুর জন্য ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা চালু হচ্ছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে। গুরুতর রোগে আক্রান্ত গরুকে হাসপাতালে নেওয়ার কষ্ট দূর করতে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এমন অভিনব সেবা চালু করতে যাচ্ছে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের সরকার।  

রোববার রাজ্যের দুগ্ধ উন্নয়ন, পশুপালন ও মৎস্যবিষয়ক মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী বলেন, উত্তর প্রদেশ সরকার এই সেবা চালু করতে প্রস্তুত।

এরই মধ্যে গরুদের জন্য ৫১৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, "সম্ভবত দেশে এটিই প্রথম গরুদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালুর পদক্ষেপ।"

এই সেবার আওতায় ১১২টি ইমার্জেন্সি সার্ভিস নম্বর চালু করা হচ্ছে। যেখানে ফোন করার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে ঘটনাস্থলে। সঙ্গে পৌঁছাবেন একজন ভেটেরিনারি চিকিৎসক এবং দুইজন সহকারী। 

আসছে ডিসেম্বর মাস থেকে প্রকল্পটি চালু হওয়ার কথা রয়েছে। অসুস্থ গরুর খবর নেওয়ার জন্য লখনৌতে একটি কল সেন্টারও তৈরি করার কথা রয়েছে। মথুরাসহ উত্তর প্রদেশের আট জেলায় প্রাথমিকভাবে প্রকল্পটি চালু হবে। 

সূত্র: ইন্ডিয়া টুডে

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি