ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জঙ্গি হামলায় বুরকিনা ফাসোতে ২০ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ১৫ নভেম্বর ২০২১

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় পুলিশ সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জনই পুলিশ।

বুরকিনা ফাসোর নিরাপত্তা মন্ত্রী ম্যাক্সিম কোন জানিয়েছেন, রোববার উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় বিদ্রোহীদের হামলায় ১৯ জন সামরিক পুলিশ সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ম্যাক্সিম কোন দেশটির জাতীয় টেলিভিশনে বলেছেন, "রোববার সকালে একটি বিচ্ছিন্ন, কাপুরুষোচিত এবং বর্বর আক্রমণ হয়েছে।" 

এই হামলা থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা গেছে বলে জানা গেছে। 

নাইজার এবং মালির কাছাকাছি এলাকায় সাত পুলিশ নিহত হওয়ার ঘটনার দুই দিন পর এই হামলা হল।

দেশটিতে ইসলামপন্থী সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করছে দেশটির সরকার।

আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলি এই সীমান্ত অঞ্চলে সক্রিয়। যেখানে ফ্রান্স, চাদ, নাইজার, মালি এবং বুর্কিনা ফাসোসহ বেশ কয়েকটি দেশ শত শত সেনা মোতায়েন করে রেখেছে। 

সূত্রঃ রয়র্টাস

আরএমএ/এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি