ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বাড়িতে হামলা
প্রকাশিত : ০৮:৩৫, ১৬ নভেম্বর ২০২১
ভারতের কংগ্রেস নেতা সালমান খুরশিদের নৈনিতালের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত অযোধ্যা নিয়ে লেখা তার নতুন বইতে তিনি হিন্দুত্ব ও উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলিকে একই লাইনে দাঁড় করিয়েছেন। এই ঘটনার জেরেই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার এই হামলার পর সালমান খুরশিদ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ির একটি ছবি শেয়ার করেছেন।
যেখানে দেখা যাচ্ছে বাড়ির জানলা দরজায় দাউ দাউ করে আগুন জ্বলছে। বাড়ি ভাঙচুরের ছাপও স্পষ্ট।
তার নৈনিতালের বাড়িতে আগুনের এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, বন্ধুদের জন্যই দরজাগুলি খোলার আশা করেছিলেন তিনি। কিন্তু তারা এ জাতীয় ঘটনা ঘটিয়ে গেছে।
তিনি আবারও বলেছেন এটি কখনই হিন্দুত্ব হতে পারে না।
এই ঘটনায় এরইমধ্যে ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা সালমান খুরশিদ তার নতুন বই 'সানরাইজ ওভার অযোধ্যা: নেশনহুড ইন আওয়ার টাইম' প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে।
বিতর্কের কেন্দ্রবিন্দু বইটির একটি অনুচ্ছেদ। যেখানে তিনি লিখেছেন, "ঋষি ও সাধুদের কাছে পরিচিত সনাতন ধর্ম ও ধ্রুপদী হিন্দু ধর্মকে হিন্দুত্বের একটি শক্তিশালী সংস্করণ দ্বারা একপাশে ঠেলে দেওয়া হয়েছিল। সমস্ত মানদণ্ডে আইএসআইএস ও গোষ্ঠীর জিহাদি ইসলামের মতোই একটি রাজনৈতিক সংস্করণ।"
এর জেরেই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এশিয়ানেট নিউজ বাংলা
এসবি
আরও পড়ুন