কলোরাডোতে বন্দুক হামলায় পাঁচ কিশোর আহত
প্রকাশিত : ১৬:০৩, ১৬ নভেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি স্কুলের কাছে গুলিতে পাঁচ কিশোর আহত হয়েছে।
কলোরাডোর অরোরা পুলিশ বিভাগ জানিয়েছে, সেন্ট্রাল হাই স্কুলের কাছে একটি পার্কে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ কর্মকরর্তারা সেখানে ১৪ থেকে ১৭ বছর বয়সী পাঁচ স্কুলছাত্র আহত অবস্থায় পান।
পুলিশ টুইটারে বলেছে, নোম পার্কের উত্তরে ওই ঘটনায় হামলাকারীর পরিচয় জানা যায়নি। সন্দেহভাজন কাউকে ঘটনাস্থলে পাওয়াও যায়নি।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় টেলিভিশনগুলোতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, পুলিশ সদস্যদের ওই পার্কে টহল দিচ্ছিলেন।
যখন হামলা হয়, তখন সেন্ট্রাল হাই স্কুলের পার্কিংয়ে জরুরি সেবার কিছু যানবাহন এবং বাইরে কয়েকজন প্রাপ্তবয়স্ক ছিলেন, যাদের অনেকেই ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন।
কলোরাডোতে বন্দুক সহিংসতা নতুন কিছু নয়। ১৯৯৯ সালে দুই তরুণ কলাম্বাইন উচ্চ বিদ্যালয়ে ১২ জন সহপাঠী এবং এক শিক্ষককে গুলি করে হত্যা করে।
২০১২ সালে এক ব্যক্তি ভারী অস্ত্র নিয়ে অরোরার একটি সিনেমা হলে ঢুকে গুলি চালারে ১২ জন নিহত হয়।
এই বছরের মার্চ মাসে ডেনভারের বাইরে ৫০ কিলোমিটার দূরে বোল্ডার কাউন্টির একটি মুদি দোকানে বন্দুকধারীর হামলায় প্রাণ হারান এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন।
ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সময় আড়াই লাখের বেশি শিক্ষার্থী বন্দুক হামলার শিকার হয়েছে।
২০১৮ সালে ২৯টি গুলি এবং ২০১৯ সালে ২৭টি স্কুলে গুলি চালানো হয়েছে।
সূত্র: এনডিটিভি
আরএমএ
আরও পড়ুন