ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের বিষয়ে ম্যাঁখো-পুতিনের অসন্তোষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ১৬ নভেম্বর ২০২১

কৃষ্ণসাগরে মার্কিন নেতৃত্বাধীন উস্কানিমূলক মহড়ার কারণে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোকে এ কথা বলেন। ক্রেমলিন এ খবর জানিয়েছে।

ক্রেমলিনের বিবৃতিতে আরো বলা হয়, উভয় নেতা তাদের অসন্তোষ প্রকাশ করেন। ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে বলেও মস্কো উল্লেখ করেছে। 

ক্রেমলিন বলছে, পুতিন কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উস্কানিমূলক বৃহৎ মহড়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, এতে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে। 

ইউক্রেন ও এর আশেপাশে রাশিয়ার সামরিক কর্মকান্ড নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগের প্রেক্ষিতে পুতিন এ কথা বলেন। 

এলিসি প্রাসাদ সূত্রে জানা গেছে, ইউক্রেনের আঞ্চলিক অখন্ডতার সমর্থনে ফ্রান্স প্রস্তুত বলে ম্যাঁখো পুতিনকে জানিয়েছেন। 

গত সপ্তাহে পুতিন বলেছিলেন, কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাম্প্রতিক মহড়াকে ক্রেমলিন মারাত্মক চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে। 

এদিকে ওয়াশিংটনে পেন্টাগণ মুখপাত্র জন কিরবি রাশিয়ার এ সমালোচনা প্রত্যাখান করে বলেছেন, ইউক্রেনের কাছাকাছি রুশ সামরিক তৎপরতায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

তিনি আরো বলেন, আমাদের সকল মহড়াই আত্মরক্ষামূলক। ওই অঞ্চলে আমাদের অংশীদার ও মিত্রদের সঙ্গে অঙ্গীকার অনুযায়ী এসব মহড়া চালানো হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি