ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লিবীয় উপকূলে জাহাজ থেকে ১০ অভিবাসীর লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ১৭ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

লিবীয় উপকূলে অভিবাসীদের বহনকারী একটি জাহাজ থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দমবন্ধ হয়ে তারা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। দ্য ডক্টর্স উইদাউট বডার্স মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সংস্থা আরো বলেছে, তাদের উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস ৯৯ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে কাঠের জাহাজের একেবারে তলদেশ থেকে ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। 

উল্লেখ্য, প্রতিবছর লিবিয়া ও তিউনিশিয়া থেকে হাজার হাজার লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে। এদের বেশিরভাগেরই গন্তব্য ইতালি।

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এর ফ্লাভিও ডি গিয়াকমো জানিয়েছেন, চলতি বছর বিপদজনক এই রুটে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ১,২৩৬ জন প্রাণ হারিয়েছে। গত বছর একইসময়ে মারা গিয়েছিল ৮৫৮ জন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি